• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
নিখোঁজের ১মাস ২০দিন পর

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি  ডিসেম্বর ২৪, ২০২০, ১০:৪৬ এএম
মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা হতে নিখোঁজের ১মাস ২০দিন পর মুন্সীগঞ্জের রামপালে সেপটিক ট্যাংক হতে রফিকুল ইসলাম রনি (৪৮) নামের এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রামপাল শিকদার বাড়ি নামক এলাকায় নিহতের খালা বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংক হতে ব্যাক্তির লাশ উদ্ধার কর হয়।  নিহত রনি নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার মৃত কাজি জাহিরউদ্দিনের পুত্র।

পরিবারের করা সাধারণ ডাইরির বরাতে পুলিশ জানায়,গত ৩ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো সে।

এঘটনায় খালা রুবী (৫১) ও কাজের মেয়ে আম্বিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান জানান, নারায়ণগঞ্জে ফতুল্লা নিখোঁজ ডাইরির তদন্তে একপর্যায় জানাযায় নিখোঁজ ব্যাক্তি রনি ৩ নভেম্বর মুন্সীগঞ্জের রামপাল তার খালা রুবীর বাড়িতে এসেছিলো। পরে এনিয়ে খালাকে জিজ্ঞাসাবাদের একপর্যায় সেপটিক ট্যাংকে রনির লাশ লুকিয়ে রাখার কথা জানায় সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রনির লাশ উদ্ধার করা হলো। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের খালা রুবি জানিয়েছে, রনি সাথে তার দীর্ঘ দিনের অনৈতিক সম্পর্ক ছিলো ৷ গত ৩ নভেম্বর রাতে রনি আবারো তার বাসায় রাত্রী যাপন করে। পরদিন সকালে তার বাসায় কামাল নামে অপর আত্মীয় আসলে ধরা পড়ার ভয়ে রনি ঘরের একটি কাঠের সিন্ধুকের ভিতর লুকিয়ে পরে। এসময় সিন্ধুকটি আকস্মিক বন্ধ হয়ে যায়। আগত আত্মীয় চলে গেলে রুবী সিন্ধুকটি খুলে দেখে বন্ধ সিন্ধুকে শ্বাসরোধ হয়ে রনি মৃত্যু বরণ করেছে। পরদিন ভোর রাতে কাজের মেয়ে আম্বিয়ার সহযোগিতায় নিহতের লাশ বাড়ির পরিত্যাক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেয় তারা। 

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো পক্রিয়া চলছে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!