• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিয়ে করতে গিয়ে বউ ছাড়াই বাড়ি ফিরতে হল বরকে


সাতক্ষীরা প্রতিনিধি জুন ১৫, ২০২১, ০৩:৫৩ পিএম
বিয়ে করতে গিয়ে বউ ছাড়াই বাড়ি ফিরতে হল বরকে

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা : করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতে ধরা খেয়ে জরিমানা দিয়ে ফিরে গেলেন নাবালক বর। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এই ঘটনা ঘটে। 

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া বরসহ বরের আত্মীয় স্বজনবাহী মাইক্রোবাসটি আটক করেন দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। তারা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন বলে জানালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে বাড়ি ফিরিয়ে দেন ইউএনও। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জের ইউএনওকে বিষয়টি অবহিত করেন তিনি।

বিষয়টি নিয়ে ইউএনও তাছলিমা আক্তার বলেন, করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হানসহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!