• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সম্প্রীতি বাংলাদেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২২, ২০২১, ১২:২১ পিএম
ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সম্প্রীতি বাংলাদেশ

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে হঠাৎ করে গত ১৪ নভেম্বর থেকে পাগলা নদীর পাশে ধসে পড়েছে প্রায় ৩১টি বসতবাড়ি। ভূমিধসে ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার (২১ নভেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ সনাতন ও মুসলমান পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় ধর্নাঢ্য ব্যক্তি, রাজনীতিবিদ ও প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এর আগে তারা ক্ষতিগ্রস্থ এলাকাটি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে আলু দেয়া হয়। 

সংগঠনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ন মহাপরিচালক ডা. তরিৎ কুমার সাহা, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুনাল মুখার্জী, বিশিষ্ট ব্যবসায়ী প্রকাশ কুমার সাহা, মুক্তিযোদ্ধা একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সোনালীনিউজ/এসএস/এসআই

Wordbridge School
Link copied!