• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আগুন দিয়ে নৌকা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুন ৭, ২০২২, ০৩:০১ পিএম
আগুন দিয়ে নৌকা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে নৌকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (৬ জুন) রাতে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।  

আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও প্রার্থীরা সমর্থকরা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার মোগারাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে কালিগঞ্জ এলাকায় সোমবার রাতে ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, রাতের আধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানান তিনি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি জানান, নৌকা প্রতীক না পেয়ে প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে কারন গতকাল প্রিতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকরা হুমকি ধামকি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। 
 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সোনালীনিউজ/এনআই/এসআই

Wordbridge School
Link copied!