• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জন্ম মৌলভীবাজারে, এনআইডিতে ভেনিজুয়েলা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২২, ০৭:৪৭ পিএম
জন্ম মৌলভীবাজারে, এনআইডিতে ভেনিজুয়েলা

মৌলভীবাজার: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নানা ধরনের ভুল নতুন কিছু নয়। যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে ১০ বছর কম হয়ে গেছে, মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম, এমন নজিরও রয়েছে। এ ছাড়া নামের বানান ভুল একটি অহরহ ঘটনা।

তবে এবার দেখা গেছে এ ভিন্ন রকমের ত্রুটি।

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্মস্থান দেখানো হয়েছে ভেনিজুয়েলায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত এনআইডি কার্ড সংশোধনকারী।

বড়লেখা পৌর শহরের ভুক্তভোগী শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করব বুঝতে পারছি না। ’

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসে। এরপর অনেক দিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে (৩০ জুলাই) শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। তবে কী কারণে তথ্যবিভ্রাট হচ্ছে, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। ’

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘মৌলভীবাজার শহরে আমি এ পর্যন্ত যে কয়জন ভুক্তভোগী পেয়েছি, যাদের এনআইডি কার্ডে ভেনিজুয়েলা লেখা। সার্ভার সমস্যা থেকে এটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!