• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি গাড়িতেই জিম্মি নারী যুগ্ম সচিব, ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি চালকের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১১ পিএম
সরকারি গাড়িতেই জিম্মি নারী যুগ্ম সচিব, ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি চালকের

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) মাকসুদা হোসেনকে তারই সরকারি গাড়িতে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ব্যক্তিগত গাড়িচালকের বিরুদ্ধে। প্রায় চার ঘণ্টা ধরে গাড়িতে আটকে রেখে চালক ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত চালক আউয়ালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে শেরেবাংলা নগর থানায় আটক আছেন। আউয়াল মাত্র দুই মাস আগে যুগ্ম সচিব মাকসুদা হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ পান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ধানমন্ডির বাসা থেকে প্রতিদিনের মতো অফিসের উদ্দেশে গাড়িতে রওনা দেন যুগ্ম সচিব। সকাল ৮টার পর যাত্রা শুরু হলেও চালক গাড়িটি পরিকল্পনা কমিশনে না নিয়ে একের পর এক বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকেন। প্রথমে উত্তরা দিয়াবাড়ি, পরে টঙ্গী, ভাষানটেক এবং পুনরায় টঙ্গী হয়ে সাভারের হেমায়েতপুর পর্যন্ত নিয়ে যান তিনি।

একপর্যায়ে চালক যুগ্ম সচিবের মোবাইল ফোন কেড়ে নেন এবং অর্থ দাবি করেন। সকাল ৯টা ৪০ মিনিটে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইতে গেলে সেটিও বাধাগ্রস্ত করা হয়। এভাবে প্রায় চার ঘণ্টা গাড়ির মধ্যেই আটকে রাখা হয় তাকে।

পরবর্তীতে ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়ার শর্তে এবং মোট ৬ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করলে চালক তাকে মুক্তি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে যুগ্ম সচিব মাকসুদা হোসেন বলেন, “চালকটি আগে আমার এক সহকর্মীর গাড়ি চালাতেন। দুই মাস ধরে আমার গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু তিনি আমাকে অফিসে না নিয়ে চার ঘণ্টা গাড়িতে জিম্মি করে রাখেন এবং আমার ফোন কেড়ে নেন।”

তিনি আরও বলেন, “আমি এ ঘটনায় জিডি করব এবং আইনগত ব্যবস্থা নেব। অভিযুক্ত চালক এখন পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত।”

যুগ্ম সচিব জানান, পরে জানতে পেরেছেন অভিযুক্ত চালকের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা ছিল—একটি মাদক সংক্রান্ত এবং অন্যটি রাজনৈতিক মামলা। তবে নিয়োগের সময় এসব তথ্য তার জানা ছিল না।

এম

Wordbridge School
Link copied!