• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় নারী গ্রেপ্তার


রাজবাড়ী প্রতিনিধি: অক্টোবর ৫, ২০২২, ০২:৪৯ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোয় নারী গ্রেপ্তার

রাজবাড়ী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী সদর উপজেলা থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার বেড়াডাঙ্গার বাসা থেকে মঙ্গলবার (৪ অক্টোবর) গভীর রাতে সোনিয়া আক্তার স্মৃতিকে আটক করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্মৃতি ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা।

পুলিশ জানিয়েছে, স্মৃতির নামে রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর সুনাম নষ্টে মিথ্যা ও মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচার করেন স্মৃতি।

আটকের আগে ফেসবুকে লাইভে এসেছিলেন স্মৃতি। সেখানে পুলিশের সঙ্গে তাকে কথা বলতে শোনা যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সামসুল আরেফিনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে নিজ বাসা থেকে স্মৃতিকে আটক করা হয়। সে অভিযোগের ভিত্তিতে বুধবার মামলা রেকর্ড হয়। দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!