• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মেঘনায় গোসলে নেমে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২২, ০৬:৩৫ পিএম
মেঘনায় গোসলে নেমে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম মুকিত আলীম (১৭) ও আব্দুল্লাহ গাজী (১৭)।তারা দু’জনই মাদরাসার ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের মাদরাসা রোড বিকল্প লঞ্চঘাট এলাকায় কসাইঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

মুকিত শহরের হাজী মহসীন রোডের বাসিন্দা আলমগীর কবিরের ছেলে এবং আব্দুল্লাহ শহরের তালতলা রোড গাজী বাড়ির শাকির হোসেন টিটু গাজীর ছেলে। আব্দুল্লাহ শহরের বঙ্গবন্ধু সড়কের নুরে মদিনা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল এবং মুকিত অন্য আরেকটি কাওমী মাদরাসায় পড়ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, মাদরাসার ৫-৬ জন শিক্ষার্থী লঞ্চঘাটের পূর্বপাশে গোসল করতে নামে। তারা দীর্ঘক্ষণ ধরে নদীতে গোসল করছিল। এদের মধ্যে দু’জন সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায়। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চাঁদপুর নৌ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!