• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত


হিলি সংবাদদাতাঃ ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:০৬ পিএম
বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে ও তার পরিবারের সাথে দেখা করতে বাংলাদেশে আসলেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি নেপাল থেকে ভারত হয়ে পাসপোর্ট যোগে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় হিলি সীমান্তের শুন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

পরে পাসপোর্টের কার্যক্রম শেষে তিনি বাইসাইকেল যোগে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হোন। সেখান থেকে তিনি ঢাকায় যাবেন। সেখানে অবস্থিত তার পরিবারের সাথে সময় কাটিয়ে আবারো বিমানযোগে নেপাল ফিরবেন। সম্পূর্ণ ব্যাক্তিগত সফরে তিনি দেশে এসেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!