• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২২, ১০:৪৬ এএম
মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. অনিক (১৭) ও শাওন মিয়া (১৭)।তারা দুজনেই সাইনবোর্ডের কাজ করতো।বসবাস করতো মুগদা থানার মানিকনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গভীর রাতের ঢাকা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিহত অনিকের ভাই ইয়াসিন মিয়া সাংবাদিকদের বলেন, রাতে অনিক বলল ভাইয়া দাওয়াত আছে ঘুরে আসি। আমি মনে করেছিলাম কোথাও কোনো গায়ে হলুদ আছে কিনা বাসা থেকে ক্যামেরা নিয়ে বের হয়েছিল। কিন্তু আমরা এটা চিন্তা করিনি যে মোটরসাইকেল নিয়ে তারা মাওয়া ঘুরতে গিয়েছিল। যাওয়ার পথে তারা ভালোই গিয়েছিল কিন্তু আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অনিক ও তার বন্ধু শাওন গুরুতর আহত হয়। পরে রাতে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই মারা গেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!