• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শতবর্ষী লেছা বেগম

ভোট লস্ট করে কি হবি বাবা


বগুড়া প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৩, ০১:০৪ পিএম
ভোট লস্ট করে কি হবি বাবা

বগুড়া : ‘ভোট লস্ট করে কি হবি বাবা, তাই ভোট দিবার আচ্চি’ বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ভোট দিতে এসে এমনটা বলছিলেন শতবর্ষী মোছা. লেছা বেগম।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের কদিমপাড়া ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নিকট আত্মীয়ের সঙ্গে ভোট প্রদান করেন তিনি।

মোছা. লেছা বেগমের জাতীয়পরিচয়পত্র থেকে জানা যায়, তার জন্ম ১৯২২ সালের ১১ জুলাই। তিনি ওই এলাকার কাজেম ফকিরের স্ত্রী।

ভোট দিয়ে যাবার পথে লেছা বেগম আরও বলেন, মেলা বছর ধরে ভোট দিয়ে আসিচ্ছে (আসছি)। ভোট লস্ট (নষ্ট) করা হয় না। তাই সকাল সকাল ভোট দিবার (দিতে) আসিচ্ছে।

এদিকে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। তবে শহরের কেন্দ্রগুলোর তুলনায় গ্রামের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভাল।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!