• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০ পরিবার


বাগেরহাট প্রতিনিধি মার্চ ২২, ২০২৩, ০৮:২৬ পিএম
রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০ পরিবার

বাগেরহাট: বাগেরহাটের রামপালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। 

বুধবার (২২ মার্চ ২০২৩) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ঘর প্রদানের পরেই রামপাল উপজেলায় ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ ঘর বুঝিয়ে দেওয়া হয়। 

এসময় উপকার ভোগীদের মধ্যে তাদের কবুলিয়ত দলিল, নামজারি, ডি.সি.আর, সনদপত্র বুঝে দেওয়া হয়। রামপাল উপজেলায় চতুর্থ পর্যায়ে মোট ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। এর মধ্যে আজ ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। 

রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম'র সভাপতিত্বে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার,  উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!