• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য পাচারের চেষ্টাকালে জব্দ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ২৬, ২০২৩, ১২:২৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য পাচারের চেষ্টাকালে জব্দ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে শনিবার (২৫ মার্চ) টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ধরা পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপরধোবড়া গ্রামের নজিবর রহমান ফেক্কুর ছেলে মো. আলম ও  সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে মো. হানিফের সহযোগিতায় টিসিবির ৪৬টি পণ্য নিয়ে অবৈধভাবে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের কাছে জনতা আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে।

এ সময় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের সাথে আনিকা ট্রেডার্সের স্বত্তাধীকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত জনতার হাতে আটককৃত মালামাল হেফাজতে নিয়ে দুস্কৃতিকারীর মোটরসাইকেল বাজেয়াপ্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান। আর কোন জনপ্রতিনিধি এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এসএম/এসআই

Wordbridge School
Link copied!