• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাতের ধান কাটা শুরু


গোপালগঞ্জ প্রতিনিধি: এপ্রিল ১০, ২০২৩, ০৫:১৯ পিএম
কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাতের ধান কাটা শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু জাত-১০০ (ব্রি-১০০) ধানের কাটা শুরু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের সঞ্জয় বাইনের জমিতে এ ধান কাটা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পাণ্ডে, উপ-সহকারী কৃষি অফিসার বিজন বিহারী দত্ত, দীনেশ জয়ধর, স্প্রে মেকানিক বিভাষ বালাসহ এলাকার ৪০ জন কৃষক-কৃষাণী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন,‘চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৯০ হেক্টর জমিতে বঙ্গবন্ধু জাত-১০০ (ব্রি-১০০)-এর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। কৃষকদের বঙ্গবন্ধু জাতের ধান চাষ করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করছি। আশা করি, আগামী বছর এর থেকে আরো বেশি জমিতে এই ধান চাষ করা হবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!