• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মে ২০, ২০২৩, ০৮:৫৫ পিএম
১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার : মৌলভীবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (২১ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির ছিটকে পড়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এর আগে কমলগঞ্জের লাউয়াছড়া বনে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়লে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!