• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়াতে পাবনায় ভারতীয় যুবক


পাবনা প্রতিনিধি  মে ২৩, ২০২৩, ১১:২৫ এএম
প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়াতে পাবনায় ভারতীয় যুবক

পাবনা: পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গত রোববার রাতে পাবনায় এসে পৌঁছান। 

এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক। 

সোমবার (২২ মে) সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়ীয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান। 

পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’ 

বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’ 

রোহান আরও বলেন, ‘আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সবার কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে বের হবো।’

সোনালীনিউজ/এসএইচ/এসআই

Wordbridge School
Link copied!