• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

উখিয়ায় অস্ত্রসহ আটক ২


কক্সবাজার প্রতিনিধি মে ২৯, ২০২৩, ১১:৩৬ এএম
উখিয়ায় অস্ত্রসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে রোহিঙ্গা নুরুল আমিন(২০)।

রোববার (২৮ মে) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাজ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানান তিনি। ব্রিফিংকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীসহ থানার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/টিএ/এসআই

Wordbridge School
Link copied!