• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা বাতিল


ঠাকুরগাঁও প্রতিনিধি মে ৩০, ২০২৩, ১১:৩৭ এএম
জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা বাতিল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলেখা বেগম নামে এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করে আমিনা নামে এক বৃদ্ধাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য বাদশার বিরুদ্ধে। পাঁচ মাস ধরে জেলেখা বেগম বয়স্ক ভাতা থেকে বঞ্চিত বলে জানা গেছে। বৃদ্ধা জেলেখা রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

বৃদ্ধা জেলেখা জানায়, আমি ভাতার কার্ড পাওয়ার পর থেকে তিন মাস পর পর ১৫০০শ টাকা করে পেয়েছিলাম। কিন্তু এবার আমার টাকার কোনো মেসেজ না আসায় আমি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে আমিনাকে ভাতার কার্ড করে দিয়েছেন মেম্বার বাদশাহ। জীবিত থাকার পরও মেম্বার বাদশাহ আমাকে মৃত দেখিয়ে আরেক জনকে ভাতা কার্ড করে দেয়। জীবিত থাকার পরও মেম্বার আমাকে মৃত দেখাল। আমি গরিব মানুষ। আমার কোন সন্তান নাই। এই টাকা দিয়ে ওষুধ খেয়ে বেঁচে আছি। আমি এর বিচার চাই।

তবে বৃদ্ধার কার্ড বাতিলের বিষয়টি ইউপি সদস্য বাদশাহ স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে।

এ ব্যাপারে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, জীবিত মানুষ মৃত দেখিয়ে ভাতার কার্ড পরিবর্তনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে মেম্বার যদি করে থাকেন তাহলে খুবই খারাপ করেছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্রের ভিত্তিতে জানতে পারি জেলেখা বেগম ৭ ডিসেম্বর ২০২১ এ মৃত্যু বরণ করেন। তাই ভাতাটি বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এটি সংশোধনের কার্যক্রম চলমান। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএম/এসআই

Wordbridge School
Link copied!