• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেফতার


ভোলা প্রতিনিধি  মে ৩০, ২০২৩, ০৯:১৭ পিএম
ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেফতার

ভোলা: ভোলার মনপুরায় জবাই করা হরিণের মাংসসহ মো. কালাম ওরফে কালু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার করার পর মঙ্গলবার দুপুরে (৩০ মে) তাঁকে ভোলা কোর্ট-হাজতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে সোমবার মধ্যরাতে মনপুরা ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালাম ভোলার মনপুরা উপজেলার মনপুরা ঈশ্বরগঞ্জ গ্রামের মো. গেদু মিয়ার ছেলে।

মনপুরা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, সোমবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সড়ক থেকে বস্তাভর্তি ১৫ কেজি হরিণের মাংসসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম স্বীকার করেন তিনি সহ তাঁর পাঁচ সহযোগী বন থেকে হরিণ শিকার করেন। তাদের বিরুদ্ধে বণ্যা প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!