• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কচুপাতা বিক্রি করেই চলে সংসার


ঈশ্বরদী (পাবনা)  প্রতিনিধি জুন ৪, ২০২৩, ১১:৪৩ এএম
কচুপাতা বিক্রি করেই চলে সংসার

আফজাল হোসেন

পাবনা: গ্রাম অঞ্চলের পরিত্যক্ত জমি, লিচু বাগান, আম বাগান, বাঁশ বাগান বা রাস্তার পাশে ঝোপ ঝাড়ে জন্ম নেয় ‘মানপাতা’ (এক ধরনের কচুপাতা) নামক এক ধরনের শাক। আর এই শাক গাছ ও পাতা গ্রাম  থেকে সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করে আটি বেধে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকেই। 

শনিবার ( ৩ জুন)  কথা হয় মানপাতার শাক বিক্রেতা চাঁপাইনবাবগঞ্জ রহনপুরের বাসিন্দা আফজাল হোসেন এর সঙ্গে। 

তিনি বলেন,  গ্রামে গ্রামে ঘুরে এই ‘মানগাছ’ স্থানীয় ভাষায় (খানমান পাতা ) সংগ্রহ করি। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের পাশে এক কোণে বসে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁটি বেঁধে দেশের বিভিন্ন প্রান্তে যেমন ঈশ্বরদী, যশোর, খুলনা, রংপুরে বিক্রি করি। প্রতি আটি এই শাকপাতা বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। প্রায় প্রতিদিন ৯০ থেকে একশ আটি শাক বিক্রি করে থাকি। 

এগুলো বিক্রির টাকা দিয়েই চলে আমাদের সংসার ও  ছেলে মেয়েদের লেখাপড়া। তিনি বলেন, শুধু গ্রামের নয়, শহরের মানুষের কাছেও এই শাক পাতার চাহিদা রয়েছে ব্যাপক।

সোনালীনিউজ/এএ/এসআই

Wordbridge School
Link copied!