নারায়ণগঞ্জ: তীব্র গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন মাত্র ৫ মিনিটের বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে নারায়ণগঞ্জবাসীকে। বুধবার (৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলাসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বেশ কিছু দিন যাবত নারায়ণগঞ্জে গরমের তীব্রতায় এক অস্বস্তিকর পরিস্থিতিতে ছিলেন নগরবাসী। তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল। তাপদাহের সঙ্গে বাড়তি ভোগান্তি দিচ্ছে বিদ্যুৎ বিভ্রাট।
এমন পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমিকদের জন্য জীবিকা নির্বাহ বেশ কষ্টসাধ্য ছিল। তবে খনিকের বৃষ্টি গরমের তীব্রতাকে পেছনে ফেলে স্বস্তি আর শান্তি এনে দিয়েছে।
সোনালীনিউজ/আইএ