• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেঘনায় ৩ ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজ


ভোলা প্রতিনিধি: জুন ১৪, ২০২৩, ০৬:২৭ পিএম
মেঘনায় ৩ ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজ

প্রতীকী ছবি

ভোলা: ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেটে একসঙ্গে জেলেদের ৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার গেলেও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জেলে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে মেঘনার চর নিজাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তবে নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।

নিখোঁজ সব জেলের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। তবে প্রাথমিকভাবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্রলারডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, ট্রলার ডুবির খবর আমরা পেয়েছি, তবে ২০ জেলে নিখোঁজ তা নিশ্চিত হওয়া যায়নি। মনপুরা থেকে থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।

এদিকে ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ জেলেদের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!