• ঢাকা
  • শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই ছাত্রের ঈদ করা হলো না


নেত্রকোনা প্রতিনিধি: জুন ২৭, ২০২৩, ০৯:১৬ পিএম
দুই ছাত্রের ঈদ করা হলো না

নেত্রকোনা: ঈদুল আজহার আর মাত্র দু'দিন বাকি। এমন সময়ে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দ্বীন ইসলাম বাবু (১৫) ও বোরহান উদ্দিন (২০) নামে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে কেন্দুয়া– আঠারবাড়ি সড়কের রায়পুর এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দীন ইসলাম বাবু এবং কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বোরহান উদ্দিনের মৃত্যু হয়। 

নিহত স্কুল ছাত্র দ্বীন ইসলাম বাবু মাসকা ইউপির রায়পুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমীর দশম শ্রেণির ছাত্র।

অপরদিকে, নিহত কলেজ ছাত্র বোরহান উদ্দিন পৌরশহরের আরামবাগ মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল কাইয়ুমের ছেলে ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্র।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জুন) দুপুরের দিকে কেন্দুয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল শাহ সুলতান নামে একটি বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দ্বীন ইসলাম গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে দ্বীন ইসলাম মৃত্যুবরণ করেন।

অপরদিকে, বিকাল ৩টার দিকে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় কলেজ ছাত্র বোরহান। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা ওসি আলী হোসেন।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে চলছে শোকের মাতম।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!