• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে গলাকেটে হত্যা করলো ছোট ভাই


মাদারীপুর প্রতি‌নি‌ধি জুলাই ৩০, ২০২৩, ১২:০৯ পিএম
জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে গলাকেটে হত্যা করলো ছোট ভাই

ফাইল ছবি

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার (৬০) নামে এক কৃষককে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ছোট ভাই। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝো ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। শনিবার সন্ধ্যায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর আদাল‌তের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমি জমা নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোকজন সাথে নিয়ে কবির হাওলাদারকে চাক্কু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় একজন কোর্টের মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই।

ঘটনার পর থে‌কে এইচ এম সবুর পলাতক র‌য়ে‌ছে। তা‌কে পাওয়া যায়‌নি।

এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার সদ্য যোগদানকৃত ওসি মোঃ নাজমুল হাসান বলেন, অভিযোগ প্রক্রিয়াধীন। যে কোন প‌রি‌স্থি‌তি মোকাবেলায় ওই এলাকায় পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। 

সোনালীনিউজ/এএস/এসআই

Wordbridge School
Link copied!