• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

অপহৃত ঢাবি ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ


রাঙামাটি প্রতিনিধি: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৮:০৫ পিএম
অপহৃত ঢাবি ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে অপহৃত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দীপিতা চাকমাকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর‌) রাত ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করেছে বলে জানা যায়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামরুল হাসান।

এর আগে দীপিতা নিরাপদে আছেন বলে জানিয়েছিলেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান। 

ড. ফেরদৌস আরফিনা বলেন, ‘দীপিতা উদ্ধার হয়ে যাবে। মেয়েটা নিরাপদে আছে। মা-বাবার সঙ্গে মেয়েটার কথা হয়েছে। যারা অপহরণ করেছেন, সেসব পাহাড়ি ছেলেরা তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছে। তারা তাদের (মা-বাবা) কাছেই তাদের মেয়েকে হস্তান্তর করবে। কিন্তু কোনো বাঙালির কাছে নয়। দীপিতার মা-বাবা তাকে উদ্ধার করতে স্পটে যাচ্ছেন।’

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ গণমাধ্যমকে জানান, বেলা সোয়া ১২টার দিকে ঐ ছাত্রী সাজেকে যাচ্ছিলেন। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিতা চাকমাকে তুলে নিয়ে যায়। এরপরই তাকে উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। 

আইএ

Wordbridge School
Link copied!