• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 


নেত্রকোনা প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৯:৫০ এএম
নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 

নেত্রকোনা: জেলার কলমাকান্দা উপজেলার  বড়খাপন  ইউনিয়নের  বড়খাপন গ্রামের আমানুল্লাহ নামে (০৭ ) এক শিক্ষার্থীর ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়খাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমানল্লাহ বড়খাপন গ্রামের  মোঃ রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল সে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে তার চাচার রাইস মিলে যাওয়ার পথে বড়খাপনে  ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় আমান। পরে তাকে উদ্ধার করে  কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আরা  নিপা মৃত ঘোষণা করেন । 

কলমাকান্দা থানার পরিদর্শক জুনেব খান কলমাকান্দা  জানান  লাশ থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!