• ঢাকা
  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

স্ত্রী-শ্বশুরকে কুপিয়ে হত্যা করল যুবক


লক্ষ্মীপুর প্রতিনিধি: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৯:৪৭ পিএম
স্ত্রী-শ্বশুরকে কুপিয়ে হত্যা করল যুবক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মো. সুমন নামে এক যুবক তার স্ত্রী রাশেদা আক্তার (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে। এসময় শাশুড়ি আঙ্কুরী বেগমকে (৪৫) কুপিয়ে আহত করে মেয়ে জামাই। এরপর থেকেই ওই যুবক পলাতক রয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাদশা মিয়া চরকলাকোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের বাসিন্দা সুমনের সঙ্গে রাশেদার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই ওই যুবক তাকে মারধর করতো। এতে কৌশলে রাশেদাকে তার বাবা-মা নিয়ে আসে। পরে তাকে এলাকায় ফের বিয়ে দেওয়া হয়। অনেকদিন হয়ে গেলেও সুমনের কাছে রাশেদা ফিরে যাচ্ছিল না। এতে বুধবার সন্ধ্যায় সুমন তার স্ত্রীকে নিতে আসে। পরে তার স্ত্রীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেন। 

এসব নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা ও শাশুড়ি আঙ্কুরিকে কুপিয়ে সুমন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা বাদশা মারা যান। আহত অবস্থা আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, বাদশা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাদশার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার সোনালীনিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

আইএ

Wordbridge School