• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে ট্রাক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুই শ্রমিকের


বরিশাল প্রতিনিধি  সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৩:১৯ পিএম
বরিশালে ট্রাক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুই শ্রমিকের

বরিশাল : বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। নিহতরা হলেন, ইউনুস (৫৯) ও হাবিব (৩৮)। তারা নগরীর পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কের কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পশ্চিম কাউনিয়ায় একটি পুকুর ভরাটের জন্য বেশ কয়েকটি ট্রাক বালু নিয়ে আসে আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস-হাবিবসহ অন্যান্য শ্রমিকরা।

ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!