• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুলনায় ইমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ আসামী গ্রেপ্তার


খুলনা ব্যুরো  অক্টোবর ৬, ২০২৩, ০৮:৪৬ পিএম
খুলনায় ইমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ আসামী গ্রেপ্তার

খুলনা : খুলনায় ইমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ আসামীকে গ্রেপ্তার করছে পুলিশ। গত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর হলেন, নাজমুল সাকিব জাকারিয়া, মোঃ রিয়াজ, বুলু পটোয়ারী, আকাল হাওলাদার ও আপন খাঁ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটান গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দুপুরে সোনাডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ—কমিশনার তাজুল ইসলাম। 

এসয় তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। এর সাথে জড়িত মাস্টার মাউন্ড ও অন্যন্য আসামীদের ধরার চেষ্টা চলছে। এর আগে গতকাল সন্ধ্যায় নগরীর গোবরচাকা গাবতলার মোড়ে গুলিতে গুরুতর আহত হয় ইমন শেখ। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পিতা সানোয়ার শেখ ১৭ জনের নামে ও অজ্ঞাত আর ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!