• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে গলা কেটে হত্যা


ঝিনাইদহ প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৩, ১২:১৯ পিএম
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে জামিলা খাতুন (৪০) কে গলাকেটে হত্যা করেছে পাশের বাড়ির করিম নামের এক দুর্বৃত্ত। 

জানা যায় প্রতিবেশি লম্পট করিম দির্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে শনিবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারও কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে যায়। 

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের বিষয়ে তদারকি করেন। 

সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে  দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোনালীনিউজ/এআর/এসআই

Wordbridge School
Link copied!