• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৩, ০১:৪৫ পিএম
কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরবেলা নিরীহ ৬৯৭জন মানুষকে নির্মম ভাবে হত্যা। এরপর থেকে স্থানীয়ভাবে হাতিয়া দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

হাতিয়া গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে সোমবার (১৩ নভেম্বর) সকালে অন্তপুরে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও আলোচনসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩আসনের এমপি অধ্যাপক এমএ মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নিবাহী কমকর্তা আতাউর রহমান, আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, জেলা আওমীলীগের সদস্য মতি শিউলি, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া প্রমুখ।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!