• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ জসিম হত্যায় দুই জনের যাবজ্জীবন, একজন খালাস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১১, ২০২৪, ০৭:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জসিম হত্যায় দুই জনের যাবজ্জীবন, একজন খালাস

ছবি প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জসিম উদ্দিন নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। সেই সাথে তাদের উভয়কে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো
৬ মাসের কারাদণ্ড প্রদাণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

হত্যার শিকার জসিম উদ্দিন জেলার নাচোল উপজেলার উষির-বেলডাঙ্গা গ্রামের আমির আলী মাস্টারের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-মিশন বাজারের ইসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৯) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩৯)। বিচারকের রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী লাইলী পলাতক ছিলেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, পূর্বশত্রতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসযোগে বাড়ি যাবার সময় পূর্ব শত্রতার জেরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে স্থানীয় একটি হোটেলের পেছনে বেঁধে রেখে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে পালিয়ে যায় আসামিরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় জসিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া ২০১৭ সালের ২৩ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

আর এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ওয়াইএ

Wordbridge School
Link copied!