• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি  ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০১:৫১ পিএম
ভারতে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার করিডোর সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে ওই রোহিঙ্গা নারীকে পুলিশে সোপর্দ করে বিজিবি। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত রোহিঙ্গা নারী হলেন- রহমতুল্লাহ মারি, রোহিঙ্গা ক্যাম্প বালু খালি, উখিয়ার ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর- মৃত: সৈয়দ কবিরের মেয়ে মোছাঃ রমিদা (২৩)।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ করিডোর সীমান্ত পিলার নং- ৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে সন্দেহ হলে আটক করে বিজিবি সদস্যরা। পরে থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে ডিউটি অফিসার এএসআই দীপিকা দাস। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘসময় গন্তব্যহীন ঘোরাফেরা করায় এবং টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করায় থানা পুলিশ।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!