• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে মাশরাফি


নড়াইল প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৭:১৩ পিএম
নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে মাশরাফি

ছবি প্রতিনিধি

নড়াইল: নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সাবেক দলপতি।

এ সময় মাশরাফি বলেন,  চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব। হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে ৩ শতাধিক। জুনে নির্মাণাধীন আড়াইশো বেডের ভবনটি স্থানান্তরের কথা আছে। সেটি চালু হলেও রোগীর চাপ সামলাতে যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে।

হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের ব্যাপারে তিনি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।

এ সময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে যতদ্রুত সম্ভব গুরুত্বসহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন মাশরাফি।

ওয়াইএ

Wordbridge School
Link copied!