• ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বেইলি রোডের আগুনে পুড়লো যশোরের রকি


যশোর প্রতিনিধি মার্চ ১, ২০২৪, ০৮:৫৪ পিএম
বেইলি রোডের আগুনে পুড়লো যশোরের রকি

যশোর: রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে একজন কামরুল হাবীব রকির (২২) বাড়ি যশোরে। শুক্রবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে আসে। 

জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। নিহত রকি যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের কবির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, রকি দুই মাস আগে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরিতে যায়। বৃহস্পতিবার রাতে সেখানে আগুন লেগে। আগুনে পুড়ে মারা যায় রকি। 

স্বজনরা আরও জানান, চাকরিতে যোগদানের পর রকি আর বাড়িতে বেড়াতে আসেনি। দুই মাস পর তার লাশ ফিরে আসলো। তার মরদেহ বাড়িতে আসার পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী রকিকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করে। 

এআর

Wordbridge School

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!