• ঢাকা
  • শনিবার, ০৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবার সাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু 


কুড়িগ্রাম প্রতিনিধি মার্চ ৮, ২০২৪, ১০:৩০ এএম
বাবার সাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাইকেল থেকে ছিটকে পড়ে  ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সানজিদা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর উপর এই মর্মান্তিক  দূর্ঘটনা ঘটে। 

মৃত ওই কিশোরী উপজেলার চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচরবালা বাবুরহাট এলাকার শহিদুল ইসলাম এর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম নামের এক ব‍্যক্তি তার ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে ভূরুঙ্গামারী থেকে বাড়ি  ফিরছিলেন। বেলা দুইটার দিকে সোনাহাট সেতুর স্টিলের অংশের উপর পৌঁছলে ঝাকুনি খেয়ে সাইকেল থেকে ছিটকে পড়ে। পিছন দিক থেকে আসা স্থলবন্দরগামী একটি ড্রাম ভর্তি ট্রাক মেয়েটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মামুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএস

Wordbridge School
Link copied!