• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এমপির স্ত্রীকে হারিয়ে মেয়র হলেন বিএনপি নেতা আমিনুল


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৯, ২০২৪, ০৮:৪৪ পিএম
এমপির স্ত্রীকে হারিয়ে মেয়র হলেন বিএনপি নেতা আমিনুল

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন সরকার। তিনি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপিপত্নী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ত্রিশাল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ৯টি ওর্য়াডের ১৪টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পান ২৯ হাজার ১৮০ জন ভোটার। ভোট গ্রহণের হার ৫৬ দশমিক ৬৩ ভাগ।

তিনবারে মেয়র এবিএম আনিছুজ্জামান ত্রিশাল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে প্রার্থী হলে পদটি শূন্য হয়। সংসদ নির্বাচনে এবিএম আনিছুজ্জামান এমপি নির্বাচিত হন। তারই সহধর্মিণী শামীমা আক্তার স্বামীর ছেড়ে দেওয়া মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হয়ে বিএনপি নেতার কাছে পরাজিত হন।

আইএ

Wordbridge School
Link copied!