• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হিলির পেঁয়াজের বাজার এখন সকাল বিকাল একেক দাম


হিলি প্রতিনিধি মার্চ ১৯, ২০২৪, ০২:০৫ পিএম
হিলির পেঁয়াজের বাজার এখন সকাল বিকাল একেক দাম

হিলি: দিনাজপুরের হিলিতে চার দিনের ব্যবধানে কমেছিল দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা। গতকালকে হালি পেঁয়াজটি বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে। তবে আজকে সকালে আবারও বেড়েছে কেজিতে ১০ টাকা। কিন্তু দুপুরের আবার বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি কমে ৫৫ টাকা কেজি দরে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে হিলি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে,সেই পেঁয়াজ গতকাল সোমবারে বিক্রি হয়েছিল ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে।

বাজারের কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন, গত কয়েকদিনের তুলনায় চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় গতকালকে হালি পেঁয়াজের দাম কমে গেছিলো। ৩০ টাকা কেজি কমে বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে। তবে আজকে চাহিদা বাড়ায়  দামটা সকালে আবার বেড়ে গেছে। কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পরে দুপুর বেলায় পেঁয়াজের চাহিদা বাড়ায় আবার ৫ টাকা কেজিতে কমে গেছে।

এদিকে সাধারণ ক্রেতারা বলছেন, হিলিতে পেঁয়াজের বাজার সকালে এক দাম আবার বিকালে আরেক দাম। কোনো নির্ধারিত বাজার নেই। আর কেনোই বা নির্ধারিত থাকবে বাজারে তো প্রশাসনের কোনো মনিটরিং নেই। গতকালকে ৩০ টাকা কেজি কমে পেঁয়াজ বিক্রি হলেও আজকে আবার ১০ টাকা বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা সাধারণ ক্রেতারা কই যাব। তারা জানান পেঁয়াজের দাম আরও কমলে আমাদের জন্য খুবই ভালো হয়।

এমএস

Wordbridge School
Link copied!