• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় নিম্নমানের খেজুরে বাজার সয়লাব


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি  মার্চ ২৮, ২০২৪, ০৩:০৯ পিএম
ভাঙ্গুড়ায় নিম্নমানের খেজুরে বাজার সয়লাব

ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় ইফতারের অন্যতম উপকরণ পচা ও নিম্নমানের খেজুরে বাজার সয়লাব হয়ে গেছে।উপজেলার বিভিন্ন দোকানে ও সড়কের পাশে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব খেজুর।

সরেজমিন বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। খেজুরের দামও বেড়েছে দ্বিগুণ। কোন খেজুরেই খুঁজে পাওয়া যায় না মেয়াদ উত্তীর্ণের তারিখ।

মরু দেশের তালজাতীয় শাখাবিহীন গাছের সুমিষ্ট ফল খেজুর বাংলাদেশের মতো সবুজ দেশেও বড় বাজার ধরে নিয়েছে। দিন দিন তা বাড়ছেই। রোজার ইফতারে অন্য সব খাবারের সঙ্গে খেজুর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। রমজান মাস ছাড়া অন্য সময়েও বিপুল পরিমাণ খেজুর কেনাবেচা হচ্ছে।

তবে অতি মুনাফালোভী কিছু ব্যবসায়ী পচা ও নিম্নমানের খেজুর বাজারজাত করছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সোনালীনিউজকে জানান, নিম্নমানের খেজুর বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএস


 

Wordbridge School
Link copied!