• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ট্রাক-অটো-প্রাইভেটের সংঘর্ষে নিহত বেড়ে ১৪


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২৪, ০২:৪৯ পিএম
ঝালকাঠিতে ট্রাক-অটো-প্রাইভেটের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ঝালকাঠি: ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।নিহতদের মধ্যে চারটি শিশু ও তিনজন নারী রয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা, প্রাইভেটকার এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও চারজনের মৃত্যু হয়। পরে আরও ৩ জনের মৃত্যু হয়।  

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!