নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় অন্ধত্ব বরণকারী দশম শ্রেণির ছাত্রী
রোবিনার চিকিৎসার জন্য পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা নির্বাহি অফিসার অরুন কৃষ্ণ পাল,মন্ত্রীর মেয়ে ওয়াহেদা হোসেন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,মন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভুইঁয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও চকপাড়া গ্রামের কৃষক রুবেল মিয়ার বড় কন্যা রোবিনা। সে মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য গত বছর ২৯ শে আগস্ট বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ- টু-কিশোরগঞ্জ মহাসড়কে স্কুল থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরার পেতে বাসের সঙ্গে ভয়বাহ দূর্ঘটনার কবলে পড়েছিল। এসময় ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও দুইজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। কিন্তু রোবিনা আক্তার গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সে প্রাণে বেচেঁ গেলেও তাঁর চোখ দুটির আলো হারিয়ে ফেলে।
এমএস