• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জমিতে পানি সেচ দেওয়া নিয়ে ছুরিকাঘাতে পাম্প মালিক নিহত


বগুড়া প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২৪, ০২:২২ পিএম
জমিতে পানি সেচ দেওয়া নিয়ে ছুরিকাঘাতে পাম্প মালিক নিহত

বগুড়া: বগুড়া জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এক পাম্পের মালিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গাবতলী উপজেলার নেপালতলীর বুরুজ গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহতের নাম আমিনুল ইসলাম। 

তিনি ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। 

এ ঘটনায় হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

পুলিশের এই কর্মকর্তা জানান, বুরুজ এলাকায় হৃদয় তার নানার জমি দেখাশোনা করে। সেখানে আজ সকালে সেচ পাম্পের মালিক আমিনুল ইসলামের সাথে জমিতে পানি দেয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনুলকে আঘাত করেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পরেই অভিযুক্ত যুবক হৃদয়কে আটক করা হয়েছে৷ এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এমএস

Wordbridge School
Link copied!