• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২৪, ০৭:৪৫ পিএম
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে ২২৩ বোতল ফেনসিডিল রাখার দায়ে মাদক মামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড রায় প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত)  মোহাম্মদ আকরাম হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহমেদের ছেলে সোহেল রানা,  যশোর জেলার কোতোয়ালি থানার পূর্ব চাঁদপুর গ্রামের মৃত ময়েলেস মন্ডলের ছেলে  রবিউল ইসলাম, একই থানার  দাইতলা মোড় এলাকার বাবুর আলী মোল্লার ছেলে সবুজ হোসেন আরমান এবং ওই এলাকার  জুলফিকার আলী মোল্লার ছেলে তারেক আজিজ সুজন।

রায় ঘোষণার সময় রবিউল ইসলাম ও সবুজ হোসেন আরমান আদালতে উপস্থিত থাকলেও সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পলাতক রয়েছে।  

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিকাল সোয়া ৫ টার দিকে নড়াইল যশোর মহাসড়কের সীতারামপুর এলাকা  হতে নড়াইল ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২২৩ বোতল ফেনসিডিল সহ রবিউল ইসলাম এবং সবুজ হোসেন আরমানকে আটক করে।  এসময় বাকি দুজন সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পালিয়ে যায়। 

এ ঘটনায় ওইদিন রাতেই তাঁদের নামে নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে ওই আসামিদেরকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন ধরে চলা ওই মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

এমএস

Wordbridge School
Link copied!