• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্র আন্দোলনে সহিংসতার অভিযোগে তিন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার


হিলি (দিনাজপুর) প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ০৬:১৭ পিএম
ছাত্র আন্দোলনে সহিংসতার অভিযোগে তিন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

দিনাজপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৫ অক্টোবর)  দিবাগত রাত থেকে আজ রোববার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, বোয়ালদাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন (৪৫), খট্টা মাধবপাড়া ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদস্য আইয়ুব আলী (৪০) ও ইউনিয়নের শাখা বাংলাদেশ আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রতন (৩৯)।
 
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুজন মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আজকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!