• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়


হিলি (দিনাজপুর) প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ০৭:০১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

দিনাজপুর: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড ২০ ব্যাটালিয়নের বিজিবি।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২৮৫/১১ মেইন পিলারে দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। এতে বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।

হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, সীমান্ত দুই বাহিনীর মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরের মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে। 

এসএস

Wordbridge School
Link copied!