• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

কারাগারে কুয়াকাটা সাবেক মেয়রসহ ৪ আসামি


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৪, ০৮:০০ পিএম
কারাগারে কুয়াকাটা সাবেক মেয়রসহ ৪ আসামি

পটুয়াখালী: বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ চারজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও নাশকতা অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ: বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি সহ ৫৮ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা শতাধিক লোকেদের আসামি করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ অনেকেই জামিনে রয়েছে।

আসামিরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।

এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামিদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসএস

Wordbridge School
Link copied!