• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

নাগেশ্বরীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ১১:২৮ পিএম
নাগেশ্বরীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মানববন্ধন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছিলাখানা বহুমুখী ও কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রবিউল ইসলামকে নির্মম নিযার্তন ও হেনস্তা করার প্রতিবাদে প্রধান শিক্ষক নুর ইসলামসহ সহকারী শিক্ষক বাহার আলী ও শাহদত হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা চত্তরে এ মানববন্ধন শেষে নিবার্হী কর্মকতার্র কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্ররা। মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও পদত্যাগের দাবী করেন তারা।

নিযার্তিত শিক্ষার্থী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের আলোকে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা সিব্বির আহমেদ।

এসএস

Wordbridge School
Link copied!