• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, চার শিশুসহ দগ্ধ ৮


নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ৩, ২০২৫, ০১:৪২ পিএম
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, চার শিশুসহ দগ্ধ ৮

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন শিশু। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য আনা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোররাতের দগ্ধ হওয়ার পর তাদের হাসপাতালে আনা হয়।

দগ্ধরা হলেন- হান্নান (৫০), নুরজাহান (৩৪), সোহাগ (২২), রুপালি (২০), সাব্বির (১২), সামিয়া (১০), জান্নাত (৪), দেড় বছর বয়সী শিশু সুমাইয়া। তার কত শতাংশ পুড়ে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভোরে আগুন জ্বালাতে গেলে হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হয়। চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এই চিকিৎসক জানান, ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে পরে বিষয়টি জানানো হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!