• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনার হত্যা ও একাধিক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার 


বরগুনা প্রতিনিধি  মার্চ ১১, ২০২৫, ০৭:৫৫ পিএম
বরগুনার হত্যা ও একাধিক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার 

বরগুনা: থানা পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যা মামলার প্রধান আসামিকে পটুয়াখালীর মহিপুর ট্রলার ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আটককৃত আসামি একাধিক অপরাধ ও মাদক মামলার আসামি। ঘটনার সত্যতা জানান বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান। 

গ্রেপ্তার হওয়া আসামির নাম ছগীর হোসেন। সে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চুরি, মাদক ও মারামারির মামলায় অভিযুক্ত। 

জানাগেছে গত ৮ ফেব্রুয়ারী পারিবারিক বিরোধের কারণ বিষ খায়িয়ে চাচা আনোয়ার হোসেনকে মারার চেষ্টা করে। চাচা আনোয়ার হোসেন দুই দিন চিকিৎসা থাকা অবস্থায় বিষপ্রয়োগের কারণেই মৃত্যু হয়। চাচার মৃত্যুর দায়ে গত ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ ছগীর হোসেনকে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা হয়। বরগুনা থানার মামলা নং ১৬, ১৫-২-২০২৫।

মামলার পর থেকেই ছগীর পলাতক থাকায় মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক গোলাম হাফিজ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আজ সোমবার বিকেল ২টার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর বিএফডিসি মার্কেটের ট্রলার ঘাটে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পটুয়াখালী জেলার মহিপুর ট্রলার ঘাট হইতে গ্রেপ্তার হত্যা মামলায় অভিযুক্ত ছগীর হোসেন কে গ্রেপ্তার করেছে। গত ১৫ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় বরগুনা থানায়। এরপর থেকে পলাতাক ছিল আসামী ছগীর। 

তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আরো ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তার আপন চাচা আনোয়ার হোসেন হাওলাদারকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!