• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল


ঝালকাঠি প্রতিনিধি  এপ্রিল ৭, ২০২৫, ০১:৩৪ পিএম
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কাঁঠালিয়ায় বিক্ষোভ মিছিল

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এসআই

Wordbridge School
Link copied!